News

এই অপরাধে ক্যাফে থেকে উরফিকে তুলে নিয়ে গেল মুম্বাই পুলিশ, ভিডিও দেখে হতবাক সকলে

বিগ বস ওটিটি-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ‘ভাইরাল ভয়ানী’ নামের এক ইনস্টাগ্রাম পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও। এই ঝলকে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি দল মুম্বাইয়ের কোন একটি ক্যাফে থেকে অভিনেত্রীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন থানায়। কিছু জিজ্ঞাসা করায় পুলিশের তরফ থেকে অভিনেত্রীকে স্পষ্ট জানানো হয় ছোট ছোট জামাকাপড় পড়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে এরপরে অভিনেত্রী কথা বলে ব্যাপারটি বোঝার চেষ্টা করলেও তাকে বেশি কথা বলতে না দিয়ে গাড়িতে তুলে নেন পুলিশ।

সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওতে প্রথমেই দেখা গিয়েছে মুম্বাই পুলিশের তিনজন কর্মকর্তাকে। একটি ক্যাফের সামনে এসে অভিনেত্রীকে ডেকে পাঠান মুম্বাই পুলিশ। এরপর অভিনেত্রী বেরিয়ে এসে জিজ্ঞাসা করেন কি অপরাধে তাকে গ্রেফতার করা হচ্ছে? সেই মুহূর্তে দুই মহিলা কনস্টেবল তার উদ্দেশ্যে জানান, মূলত স্বল্পবেশে থাকার কারণেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে তার কোন কথার উত্তর দিতে প্রস্তুত ছিলেন না মুম্বাই পুলিশের কেউই। ঘন্টা তিনেক আগেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা হয়েছে এই ভিডিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button