TechTricks

ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন

সালামু লাকু
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন। আমি আছি মোঃ বাধন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন। এই পোষ্ট টি শুধুমাত্র নতুনদের জন্য।

বিষয়ঃ ক্রোম ব্যবহার করে ওয়েব পেজের জন্য কিভাবে ডেস্কটপ শর্টকাট অ্যাপ তৈরি করবেন

চলুন শুরু করিঃ-
প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন। আপনি যে সাইটের জন্য অ্যাপ বানাতে চান ওই সাইটে প্রবেশ করুন। আমি trickbd_র জন্য করতে চাই।

Image অনুযায়ী কাজ করুন →↓←

১. trickbd তে প্রবেশ করেছি।
২. ক্রোম ব্রাউজারের এই থ্রি ডট এ ক্লিক করুন।
৩. save and share এ মাউস রাখুন।
৪. পাশে দেখতে পাবেন create shortcuts এ ক্লিক করুন।

৫. অ্যাপের নাম দিন।
৬. open as windows টিক দিন।
৭. create এ ক্লিক করুন।

৮. Desktop এ দেখুন অ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এবার ডাবল ক্লিক করে দেখুন আপনার অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে।

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন।

অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

ন্যবা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button